অনেকেরই মনে হতে পারে ইলন মাস্ক এবং স্যার রিচার্ড ব্র্যানসন উভয়েই যেহেতু মহাকাশ পর্যটন পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেহেতু তাদের মধ্যে হিংসাত্বক মনোভব থাকতে পারে। তবে আসলেই সেটি নয়। আশ্চর্যের হলেও সত্যি যে তারা খুবই ভালো বন্ধু।
ওয়াল স্ট্রিট জার্নালকে ভার্জিন গ্যালাকটিক এক বিবৃতিতে জানিয়েছে যে ইলন মাস্ক ভার্জিন গ্যালাকটিকের রকেটে চড়ে মহাকাশ ভ্রমণের টিকিট কেটেছেন। তবে স্পেসএক্সের প্রতিষ্ঠাতাকে মহাকাশ ভ্রমণে কতোদিন অপেক্ষা করতে হবে সেটি না জানালেও খবরটি বেশ সাড়া ফেলবে এমনটি নিশ্চিতভাবে বলা যায়।
ইলন মাস্ক এবং রিচার্ড ব্র্যানসনের অনভূতি একইরকম। এক সাক্ষাতকারে সানডে টাইমসকে ব্র্যানসন মাস্ককে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। একইসাথে তিনি নিজেও একদিন স্পেসএক্স রকেটে চড়বেন বলে প্রত্যাশা করেন। মাস্কের সাথে টুইটারে এক ছবি প্রকাশ করে নিজেদের বন্ধুত্বের বিষয়টি ভালোভাবে জানান দিয়েছেন ব্র্যানসন।
ডিবিটেক/বিএমটি