ফেসবুক এবং ইউএস পোস্টাল সার্ভিস কোথায় এবং কীভাবে অনলাইন আক্রমনের শিকার হতে পারে সেটি চিহ্নিত করার জন্য রিস্কআউকিউ এর সেবা গ্রহণ করে থাকে। এবার এই ক্লাউড সাইবার নিরাপত্তা কোম্পানিকে কিনতে যাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। খবর এনগ্যাজেট।
এখন পর্যন্ত উভয় কোম্পানি চুক্তির কোনো শর্ত প্রকাশ করেনি। তবে ব্লুমবার্গ জানিয়েছে, রিস্কআইকিউ অধিগ্রহণ করতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করতে রাজি হয়েছে মাইক্রোসফট।
নিজেদের সফটওয়্যারের পাশাপাশি এভিল ইন্টারনেট মিনিট নামে বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্যও বিখ্যাত রিস্কআইকিউ। প্রতিবেদনটিতে প্রতি ৬০ সেকেন্ড বা তার কম সময়ে কী পরিমান সাইবার আক্রমন হয়ে থাকে সেটি তুলে ধরা হয়।
গত বছর সোলারউইন্ডসের হ্যাকিংয়ের পর মাইক্রোসফট তাদের নিরাপত্তায় একাধিক কোম্পানি অধিগ্রহণ করেছে। চলতি মাসেই আইওটি নিরাপত্তা বিষয়ক কোম্পানি রিফার্ম ল্যাবস অধিগ্রহণ করেছে।
ডিবিটেক/বিএমটি