করোনাভাইরাস মহামারিতেও অনেকের ভ্রমন কিংবা বন্ধুবান্ধব মিলে আসর জমানোর পরিকল্পনা থেমে নেই। আর এজন্য অনেকে অনলাইনে বাসা/বাড়ি ভাড়া নেয়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবিতে বুকিংও দিয়েছেন। সন্দেহজনক এসব বুকিংয়ের বিষয়টি বুঝতে পেরে অর্ধলক্ষাধিক বুকিং বাতিল করেছে এয়ারবিএনবি। খবর দ্য ভার্জ।
এয়ারবিএনবির ট্রাস্ট অ্যান্ড সেফটি কমিউনিকেশন বিভাগের প্রধান বেন ব্রেইট বলেন, যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে এই বুকিং দেয়া হয়েছিলো। এর মধ্যে ডালাসে সাত হাজার, সান ডিয়েগোতে ছয় হাজার, চারলোট্টোতে পাঁচ হাজার ১০০, সেইন্ট লুইসে সাড়ে তিন হাজার, কলম্বাসে তিন হাজার এবং নিউ ওরলিনসে দুই হাজার ৭০০ বুকিং ছিলো।
ডেনভার পোস্টের মতে, ফোনিক্সে পাঁচ হাজার, লাস ভেগাসে সাড়ে চার হাজার, সিয়াটনে সাড়ে চার হাজার, ডেনভারে দুই হাজার ৬০০, পোর্টল্যান্ডে দুই হাজার ৬০০, সল্ট লেক সিটিতে এক হাজার ৮০০, আলবুকারকিউতে দেড় হাজার বুকিং ব্লক করা হয়েছে। এছাড়া চিনচিন্টাটিতে দুই হাজার, অস্টিনে তিন হাজার ৮০০ বুকিং বাতিল করা হয়েছে।
মূলত ভাড়া নেয়া স্থানে স্থানীয় বার ও ক্লাবের বিকল্প স্থান হিসেবে ব্যবহার করতে এই বুকিংগুলো দেয়া হয়েছিলো বলে মনে করছে এয়ারবিএনবি। জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিষেধাজ্ঞা অমান্য করে এসব বুকিং দেয়ার পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কোম্পানিটি।
বুকিং বাতিল বা ব্যান করার ক্ষেত্রে বেশকিছু নীতিমালার মাধ্যমে বিষয়টিকে স্বয়ংক্রিয় করেছে এয়ারবিএনবি। এই ধারাবাহিকতা অব্যহত রয়েছে বলেও জানিয়েছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি