অ্যাপল এবং ইন্টেল টিএসএমসির ৩ ন্যানোমিটার প্রসেসের চিপ ডিজাইন নিয়ে কাজ করছে। এই প্রযুক্তি নিয়ে বাজারে প্রথম আসতে পারে কোম্পানি দুটি।
নিক্কেই এর বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ইন্টেল তাদের পরবর্তী প্রজন্মের নোটবুক এবং ডেটা সেন্টারে এই চিপ ব্যবহারের পরিকল্পনা করছে। আর অ্যাপল তাদের ভবিষ্যৎ আইপ্যাড মডেলে ৩ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করতে পারে। আগামী বছরের প্রথমদিকেই উভয় কোম্পানির জন্য প্রসেসর উৎপাদন শুরু করবে তাইওয়ানভিত্তিক টিএসএমসি।
বর্তমানে অ্যাপলের আইফোন ১২ এর জন্য ৫ ন্যানোমিটার চিপ উৎপাদন করছে টিএসএমসি। ২০২২ সালে পরবর্তী প্রজন্মের এএমডি জেন ৪ চিপ তৈরি করবে কোম্পানিটি। এছাড়া ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বৃহৎ পরিসরে ৩ ন্যানোমিটার চিপ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে টিএসএমসি, যা ২০২৩ সালেও অব্যহত থাকবে।
টিএসএমসি প্রত্যাশা করছে, নতুন প্রযুক্তিটি একই পাওয়ার লেভেলে ১০ থেকে ১৫ শতাংশ অধিক কর্মদক্ষতা দেখাবে। এছাড়া ৫ ন্যানোমিটার প্রযুক্তির চেয়ে একই ট্রানজিস্টর গতিতে ২৫ থেকে ৩০ শতাংশ কম শক্তি ব্যয় করবে।
ডিবিটেক/বিএমটি