নিরাপদ মেসেজিং সেবার ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে যুক্ত হলো অ্যামাজন। মাদারবোর্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপদ চ্যাট প্লাটফর্ম উইকারকে অধিগ্রহণ করেছে ইন্টারনেট জায়ান্টটি।
অ্যামাজন তাদের ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’ এর সাথে বিনামূল্যে উইকার সেবা দিতে চায়। এরফলে এডব্লিউএস ব্যবহারকারী কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের রিমোট ওয়ার্কের সময় সহজে যোগাযোগের জন্য একটি নিরাপদ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা পাবে।
দেরি না করে এখনই উইকার সেবাকে কার্যকরী করেছে এডব্লিউএস। তবে বিদ্যমান ইউকার গ্রাহকরা কোনো পরিবর্তনই লক্ষ্য করতে পারবেন না।
বাজার বিশ্লেষকরা বলছেন, এই অধিগ্রহণটি অ্যামাজনের জন্য একটি বড় বিষয়। উইকারের ইতিমধ্যেই সামরিক, কাস্টমস, সীমান্তরক্ষী বাহিনী এবং অনেক বড় প্রতিষ্ঠান গ্রাহক হিসেবে পেয়েছে। এটি অ্যামাজনকে জেডি চুক্তি বাতিলের হারানোর ক্ষতি থেকে পুষিয়ে দিতে সাহায্য করবে। এছাড়া উইকারের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো সহজ হবে।
ডিবিটেক/বিএমটি