স্পেস স্টেশন স্থাপনের অংশ হিসেবে প্রথম মহাকাশে অভিযান পরিচালনা করল চীন। গানসু প্রদেশের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিন জন নভোচারী নিয়ে বৃহস্পতিবার সফল উৎক্ষেপন করেছে শেনঝু-১২ নামের এই মহাকাশযানটি।
দীর্ঘকায় একটি মার্স ২এফ রকেট বহন করছে শেনঝু-১২, যার আরেক নাম ‘স্বর্গীয় তরী’। এর গন্তব্য স্পেস স্টেশনের তিয়ানহে মডিউল।
নিয়ে হাইশেং (৫৬), লিউ বোমিং (৫৪) ও তাং হংবো (৪৫) নামে তিন নভোচারী তিয়ানহেতে তিন মাস অবস্থান করবেন। সেখানে ভবিষ্যৎ স্পেস স্টেশনের ‘লিভিং কোয়ার্টার’ রয়েছে। একটি সিটি বাসের চেয়ে সামান্য বড় আকারের ওই কোয়ার্টারের বিভিন্ন প্রযুক্তি ও কারিগরি দিক এবং এর জীবন-রক্ষাকারী ব্যবস্থাগুলো পরীক্ষা করে দেখবেন নভোচারীরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নভোচারী হিসেবে মহাকাশে দীর্ঘতম সময় অতিবাহিত করার রেকর্ড গড়তে এই ঐতিহাসিক যাত্রা। এই যাত্রায় নভোচারীরা স্পেস স্টেশনের নির্মাণ এগিয়ে নিতে কাজ করবেন। এজন্য সেখোনে একটি অভিযানে আরো ছয় মাস সময় পার করবেন নভোচারীরা।
মহাকাশে চীনের স্পেস স্টেশন নির্মাণে যে ১১টি অভিযান পরিচালিত হওয়ার কথা, এটা তার তৃতীয় অভিযান।