চিপ সঙ্কটের কারণে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহ কারখানা বন্ধ রাখবে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম গাড়ি নির্মাতা হুন্দাই মোটর।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, চিপ সঙ্কটের কারণে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার কারখানায় জুনের ১৪ তারিখ থেকে এক সপ্তাহের জন্য উৎপাদন এবং জুনের ১৬ তারিখ থেকে জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত দুই সপ্তাহ মেরামতের কাজ বন্ধ থাকবে।
এর আগে মে মাসের ২৫ তারিখ থেকে হুন্দাই নিজেদের ভারতীয় কারখানা বন্ধ রেখেছিল পাঁচ দিন।
বিক্রির দিক থেকে হুন্দাইয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বে পঞ্চম অবস্থানে থাকা প্রতিষ্ঠান কিয়া কর্পোরেশনও গত মাসে সাময়িকভাবে নিজেদের যুক্তরাষ্ট্রের কারখানা এবং নিজ দেশে একটি কারখানা বন্ধ রেখেছিল।