টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি বিটকয়েনের জন্য হার্ডওয়্যার ওয়ালেট তৈরির পরিকল্পনা করেছেন। টুইটারের ডিজিটার পেমেন্ট সেবা কোম্পানি স্কোয়ারের গ্রাহকরা যাতে এই ওয়ালেটের মাধ্যমে বিটকয়েন ব্যবহার করতে পারেন সেই লক্ষেই তিনি এই পরিকল্পনা নিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।
এক টুইটে জ্যাক ডরসি বলেন, হার্ডওয়্যার ওয়ালেটটি পুরোপুরি উন্মুক্তভাবে তৈরি করা হবে। কমিউনিটির সহায়তায় সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ডিজাইন সবই হবে শুরু থেকে।
তিনি আরও বলেন, বিটকয়েন সবার জন্য। আন্তর্জাতিক বাজারের জন্য বিটকয়েনকে বৈধভাবে ব্যবহার করতে আমাদের একটি সংযুক্ত পণ্য তৈরি করা উচিত। আর এই লক্ষে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় সমর্থক ডরসি এবং র্যাপ আর্টিস্ট জে-জেড ৫০০ বিটকয়েন বিনিয়োগ করতে চান। ভারত এবং আফ্রিকাতে বিটকয়েনের উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করা হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক তার কোম্পানি থেকে বিটকয়েন বাদ দেয়ার ঘোষণা দিলে বিটকয়েনের মূল্য প্রায় অর্ধেকে নেমে এসেছে। মূলত উচ্চ এনার্জি ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ক্ষতি বিবেচনায় তিনি এই ঘোষণা দেন। তবে এখন তিনি বিটকয়েন মাইনিং কাউন্সিল গঠনে সহায়তা করতে চান। আর এই কাউন্সিল বিটকয়েন মাইনিংয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করবে।
ডিবিটেক/বিএমটি