বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি সংক্ষেপে টিএসএমসি হিসেবে পরিচিত। এই কোম্পানির সবথেকে বড় গ্রাহক হলো অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির পাশাপাশি কোয়ালকম, মিডিয়াটেক এবং অন্যান্যদের চিপ ডিজাইন গ্রহণ করে সেগুলোকে কম্পোনেন্ট হিসেবে স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসের জন্য তৈরি করে কোম্পানিটি।
২০২০ সালে টিএসএমসি সবচেয়ে ক্ষুদ্র প্রসেস নোড ৫ন্যানোমিটারের চিপ সরবরাহ শুরু করে। চিপ সংকটের এই ক্রান্তিকালে এবার কোম্পানিটি ৪ন্যানোমিটার চিপ উৎপাদনে জোর দিচ্ছে। আগামী প্রান্তিক থেকেই এই চিপ উৎপাদন শুর হবে। কোম্পানিটির বার্ষিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
৪ন্যানোমিটার চিপের ক্ষেত্রে ৫ন্যানোমিটার কম্পোনেন্টের ডিজাইনই ব্যবহার করা হবে। তবে এতে পারফরমেন্স, পাওয়ার কনজাম্পশন এবং ট্রানজিস্টরের ঘনত্ব উন্নত করা হবে।
এছাড়া, নিজেদের চিপ উৎপাদনকে ত্বরান্বিত করতে আরিজোনাতে ১২ বিলিয়ন ডলারের বিনিয়োগে কারখানা তৈরি শুরু করেছে টিএসএমসি। ২০২৪ সাল থেকে এই কারখানা উৎপাদনে যেতে পারবে।
ডিবিটেক/বিএমটি