পূর্বের তারা আকৃতির ও বর্তমানে হার্ট-আকৃতির লাইক বাটনের সাথে টুইটারে যুক্ত হতে যাচ্ছে কয়েকটি নতুন ইমোজি। ফলে আগামীতে ফেসবুকের রিয়্যাকশন (অনুভূতি) বাটনের মতো টুইটারেও চিয়ার, হুম, স্যাড এবং হাহা ইমোজি রিয়্যাকশন দেয়া যাবে। অ্যাপ গবেষক জানে মানছুন ওং এর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে দ্য ভার্জ।
২০১৬ সালে ফেসবুকে একই সেটের রিয়্যাকশন যুক্ত হয়েছিলো। তবে টুইটার ব্যবহারকারীদের অনুভূতি প্রকাশে কিছুটা পরিবর্তন আনছে। ফেসবুকের সাথে তুলনা করলে হাসি ও দু:খ প্রকাশের অনুভূতি মিলে গেলেও টুইটার বাড়তি হিসেবে চিয়ার এবং বহুল ব্যবহৃত হুম রিয়্যাকশন যুক্ত করেছে।
ফেসবুকে রাগান্বিত অনুভূতি থাকলেও টুইটারে সেটি থাকছে না। রিপ্লাই এবং কোট টুইট ফাংশনে রাগান্বিত রিয়্যাকশনটি প্রকাশের সুযোগ রয়েছে।
কয়েক মাস আগে টুইটার নতুন ইমোজি রিয়্যাকশন যুক্ত করার বিষয়ে ব্যবহারকারীদের উপর জরিপ চালায়। টুইটার জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে বাগতি উপায়ে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে সেই লক্ষ্য নিয়েই এই সুবিধা যুক্ত হচ্ছে টুইটারে।
ডিবিটেক/বিএমটি