বিটিএস তাদের ইউটিউব রেকর্ড ধরে রাখতে অনেকটাই দৃঢ়প্রতিজ্ঞ। এরই ধারাবাহিকতায় কে-প গ্রুপটি ২৪ ঘন্টার ভিত্তিতে ইউটিউব ভিউতে নিজেদের রেকর্ড নিজেরাই ভঙ্গ করেছে। মাত্র একদিনে নতুন মিউজিক ভিডিও ‘বাটার’ ১১৩ মিলিয়নের অধিকবার দেখা হয়েছে, যা আগের ভিডিও ডায়নামাইট থেকে ১২ মিলিয়নবার অধিক দেখা হয়েছে। খবর এনগ্যাজেট।
গত বছরের আগস্টে প্রকাশের মাত্র ২৪ ঘন্টাতেই ১০ কোটি ১১ লাখ ভিউ হয়। এদিকে নতুন ভিডিওটির ইউটিউব ভিডিও প্রিমিয়ার একসঙ্গে সর্বোচ্চ ৩৯ লাখ দর্শক দেখেছে। খবরটি লেখার সময় ভিডিও প্রায় ১৭ কোটির অধিকবার দেখা হয়েছে।
বিটিএস পুনরায় এক রেকর্ড ভঙ্গ করলে অবাক হওয়ার কিছু নেই। আর্মি হিসেবে খ্যাত গ্রুপের ভক্তরা বিটিএসের প্রতি কতোটা আকর্ষিত সেটি নতুন ভিডিও চলাকালীন ও পরবর্তী সময়ে প্রমাণ দিয়েছে। এছাড়া তারা ভিডিওটি প্রকাশের আগে আলোড়ন তুলতে ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের দিকে এগিয়ে যেতে দারুনভাবে সহায়তা করেছে।
ডিবিটেক/বিএমটি