চলতি বছরের দ্বিতীয়ার্ধে ম্যাকবুক কম্পিউটারের সাথে এম১ অ্যাপল সিলিকন চিপের পরবর্তী সংস্করণের দেখা মিলবে। চলতি মাসেই এম২ নামের এই প্রসেসরের উৎপাদন শুরু হবে। নিক্কেই এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা।
নিক্কেই এর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরের জুলাই নাগাদ এম২ প্রসেসরের সরবরাহ শুরু হবে। ফ্যাব জায়ান্ট টিএসএমসি তাদের সর্বশেষ ৫ ন্যানোমিটার প্লাস (এন৫পি) প্রযুক্তিতে এই চিপসেট তৈরি করবে। কমপক্ষে তিন মাস সময় লাগবে এই চিপসেট উৎপাদনে।
আগেই জানা গেছে, এম২ হবে একটি পূর্ণাঙ্গ সিস্টেম ইন চিপ, যাতে সিপিইউ, জিপিইউ এবং এআই প্রসেসর ইন্টিগ্রেটেড থাকবে।
উল্লেখ্য, বর্তমানে অ্যাপলের ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, ম্যাক মিনির সর্বশেষ সংস্করণে এবং সম্প্রতি উন্মুক্ত হওয়া আইম্যাক কম্পিউটারে এম১ চিপসেট ব্যবহার করা হয়েছে। তবে এখনও অধিকাংশ মডেলেই ইন্টেলের চিপসেট ব্যবহার করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে নিজেদের সকল ডিভাইস থেকে ইন্টেলের চিপসেট সরিয়ে নিজস্ব চিপসেটে ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি