গত মার্চ মাসে ফোরকে ছবি সমর্থন করার পরীক্ষা শুরু করে টুইটার। অবশেষে আইওএস এবং অ্যান্ড্রয়েডে চালু হলো ফিচারটি। ফলে এখন থেকে প্লাটফর্মটিতে ফোরকে ছবি আপলোড করা ও দেখা যাবে। খবর এনগ্যাজেট।
ফোরকে ছবির সুবিধাটি পেতে ব্যবহারকারীকে সেটিংস মেন্যুর ‘ডেটা ইউজেস’ অপশনে যেতে হবে। এরপর হাই-কোয়ালিটি ইমেজ সেকশনে পরিবর্তন আনতে হবে।
তবে যারা ফোরকে ছবির কারণে টাইমলাইন ধীরগতির হয়ে যাওয়া এবং ডেটা প্যাক শেষ হয়ে যাওয়ার ভয়ে থাকবেন তারা চাইলে ফিচারটি বন্ধ রাখতে পারবেন।
গত মার্চের একই সময়ে টুইটার অ্যান্ড্রয়েড ও আইওএসে ফুল-সাইজ পিকচার প্রিভিউ এর পরীক্ষা শুরু করেছে। বর্তমানে টাইমলাইনের স্পেস কমাতে ছবি স্বয়ংক্রিয়ভাবে কেটে দেখানো হয়। টুইটার একজন মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে পরীক্ষাটি চলমান রয়েছে এবং অধিক ব্যবহারকারীর কাছে সেটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি