ক্রিয়েটরদের দীর্ঘদিনের দাবিকে পূরণ করতে চলেছে ইউটিউব। এখন থেকে সহজেই ইউটিউব চ্যানেলের নাম ও প্রোফাইল ছবি পাল্টানো যাবে। খবর এনগ্যাজেট।
গুগল অ্যাকাউন্টে সুইচ করার পরিবর্তে সহজেই ইউটিউব চ্যানেলে সুইচ করা যাবে। সেখান থেকে চ্যানেলের নাম ও প্রোফাইল ছবি পাল্টাবে পারবেন ক্রিয়েটররা। এর ফলে গুগল অ্যাকাউন্ট থেকে স্বতন্ত্র থাকবে ইউটিউব চ্যানেলগুলো।
তবে যদি কোনো ভেরিফায়েড চ্যানেল নাম পরিবর্তন করে তাহলে সেটি ভেরিফিকেশন ব্যাজ হারাবে। পুনরায় ভেরিফিকেশন করতে চাইলে আবেদন করতে হবে। তবে চ্যানেল নাম পাল্টালে কাস্টম ইউআরএলে কোনো পরিবর্তন আসবে না।
ডিবিটেক/বিএমটি