প্রায় দুই বছর ধরে ইনস্টাগ্রাম তাদের প্লাটফর্মে লাইক কাউন্ট লুকনোর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তবে ফিচারটি নিয়ে পরিকল্পনা কী কিংবা এই দীর্ঘ সময়ের পরীক্ষায় কী অর্জিত হয়েছে সে সম্পর্কে জনসম্মুখে খুব কমই বলেছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানিটি।
কোম্পানি তাদের এই উদ্যোগ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। প্রাথমিকভাবে স্বল্পসংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে নিয়ে পরীক্ষা চালানো হয়। কোন লাইক লুকাতে চান সেটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নির্ধারণ করে দিতে পারতেন।
এখন থেকে নিজের পোস্টে লাইক কাউন্ট বন্ধু বা চালু রাখার অপশন থাকবে। ফলে ঐ পোস্টে কতো লাইক পড়েছে সেটি ফলোয়ার কিংবা সব কাছ থেকে লুকানো যাবে। আর স্বাভাবিকভাবে লাইক দেখানোর সুবিধাতো থাকছেই।
এদিকে, ফেসবুকও তাদের প্রধান প্লাটফর্মে একই ধরণের পরীক্ষা চালাচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়াতে লাইক লুকানোর সুবিধাটি চালু রয়েছে। তবে এখনও সেটি বৃহৎ পর্যায়ে চালু করা হয়নি। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই অনেক কিছু জানতে পেরেছি এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডিবিটেক/বিএমটি