অ্যামাজন সাধারণত কখনো তাদের ভুলের জন্য নতি স্বীকার করে না। তবে এবার মার্কিন কংগ্রেসম্যান মার্ক পোক্যানের কাছে ক্ষমা চেয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্টটি। কাজের পরিবেশ সম্পর্কে সাম্প্রতিক এক টুইটের জেরে এই ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ডেমোক্রেট দল অ্যামাজনের কাজের পরিবেশ নিয়ে সমালোচনা করে। এক টুইটে বলা হয়, ঘণ্টায় ১৫ ডলার বেতন দিলেই আপনার কাজের জায়গা আদর্শ হয়ে ওঠে না। বিশেষ করে যখন আপনি শ্রমিক ইউনিয়ন ঠেকাবেন আর আপনার ডেলিভারি চালক টয়লেট না পেয়ে বোতলে মূত্রত্যাগ করতে বাধ্য হয়।
প্রথমে অ্যামাজন বিষয়টি অস্বীকার করে বলে, আপনি সত্যিই বোতলে হিসু করার বিষয়টি বিশ্বাস করেন, তাই না? জেনে রাখুন, এমনটি হলে কেউ অ্যামাজনে কাজ করতো না।
তবে পরবর্তীতে ঐ বক্তব্য ফিরিয়ে নেয় অ্যামাজন। প্রতিষ্ঠানটি স্বীকার করে নেয় যে, কোম্পানির ডেলিভারি চালকরা বাথরুমের অভাবে অনেকসময় গাড়িতে বসেই পানির বোতলে মূত্রত্যাগ করতে বাধ্য হন। এক ব্লগ পোস্টে অ্যামাজন জানায়, শহরের রাস্তায় গাড়ির চাপ ও গ্রামীণ পথে চালকরা অনেকসময় টয়লেট খুঁজে পান না। বিশেষ করে করোনাভাইরাসের কারণে অনেক পাবলিক টয়লেট বন্ধ হয়ে গেছে।
ডিবিটেক/বিএমটি