অ্যাপলই একমাত্র শীর্ষস্থানীয় ফোন কোম্পানি নয় যারা ইলেকট্রিক গাড়ি তৈরি করতে যাচ্ছে বলে শোনা গেছে। রয়টার্স জানিয়েছে, এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে শাওমি। মূলত সব ধরণের ক্রেতাদের কথা মাথায় রেখে ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনা করেছে চীনের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
বিস্তারিত না জানা গেলেও ২০২৩ সালে প্রথম মডেলটি বাজারে আসবে বলে জানা গেছে। শাওমি তাদের অন্যান্য পণ্যের সাথে ইলেকট্রিক গাড়ির ইন্টিগ্রেশন রাখবে এবং এগুলো চীনের অটো জায়ান্ট গ্রেট ওয়ালের কারখানায় তৈরি করা হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হতে পারে। তবে এখনই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি উভয় কোম্পানি।
ইলেকট্রিক গাড়ির রমরমা বাজার দেখে অনেক স্মার্টফোন ব্র্যান্ড এ বাজারমুখী হচ্ছে। অ্যাপল এবং হুয়াওয়ে ইতিমধ্যেই ইভি তৈরির পথে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। চীনের সার্চ ইঞ্জিন কোম্পানি বাইদু ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ির তৈরির পরিকল্পনা তুলে ধরেছে।
ডিবিটেক/বিএমটি