২০১৯ সালের ১২ নভেম্বর চালু হয় স্ট্রিমিং সেবা ডিজনি প্লাস। এখন ১৬ মাস পরে প্লাটফর্মটি ১০ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। গত বছরের এপ্রিলে সেবাটিতে ৫ কোটি গ্রাহক ছিলো। আর গত ফেব্রুয়ারি মাসে গ্রাহক সংখ্যা সাড়ে নয় কোটিতে উন্নীত হয়।
উত্তর আমেরিকাতে প্রথম সেবাটি চালুর পর ইউরোপ, ভারত, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে সেবাটি সম্প্রসারণ করা হয়। আর বর্তমানে বিশ্বের ৫৯টি দেশে সেবাটি চালু রয়েছে।
ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব চাপেক বলেন, প্রতিবছর ডিজনি অ্যানিমেশন, ডিজনি লাইভ অ্যাকশন, স্টার ওয়ারস এবং ন্যাশনাল জিওগ্রাফিক থেকে শতাধিক নতুন টাইটেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ডিজনি প্লাসের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সে বর্তমানে ২০ কোটি সাবস্ক্রাইবার আছে। এইচবিও গত জানুয়ারিতে তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৭ লাখে উন্নীত হয়েছে বলে ঘোষণা দেয়। বর্তমানে অ্যাপল টিভি সাবস্ক্রিপশন এর নির্ভরযোগ্য কোনো সংখ্যা পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি