বাস্তবে রূপ নিয়ে আরও একধাপ এগিয়ে গেলো উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার)। ২০২৪ নাগাদ ক্যালিফোর্নিয়ার বৃহত্তম শহরে আরবান এয়ার মোবিলিটি নেটওয়ার্ক তৈরির ঘোষণা দিয়েছে আর্চার। খবর জেডডিনেট।
ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ারক্রাফট ডিজাইন ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্চার এর এই উড়ন্ত গাড়ি ঘন্টায় ১৫০ মাইল গতিতে যাত্রীদের ৬০ কিলোমিটার দূরত্বে যাতায়াত সুবিধা দেবে। কমবে শব্দ দূষণের পরিমানও। এ বিষয়ে লস অ্যাঞ্জেলেস শহর কর্তৃপক্ষের সাথে চুক্তিও করছে কোম্পানিটি।
সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে যাতায়াতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যানজট, অনুন্নত গণপরিবহণ এবং দ্রুতগতির রেল যোগাযোগ তৈরি না হওয়ায় এখানে যোগাযোগ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। আর সেটিকেই কাজে লাগাতে চায় আর্চার। আর আধুনিক প্রযুক্তিই এক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে ধরা দিয়েছে।
কয়েক বছর আগেও সায়েন্স ফিকশন মুভিতে প্রথম দেখা উড়ন্ত গাড়ি এতো দ্রুত বাস্তবে রূপ নেবে সেটি অনেকেই কল্পনা করতে পারেন না। মরগ্যান স্টানলির মতে, ২০৪০ সাল নাগাদ যুতসই এয়ার মোবিলিটির বাজার হবে দেড় ট্রিলিয়ন ডলার।
ডিবিটেক/বিএমটি