এবার জেডি ডটকম ও আলীবাবার পথে হাঁটছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে স্মার্টফোন বিক্রিতে ধস নামায় নিজের দেশেই প্রবৃদ্ধি খোঁজার চেষ্টা করছে।
দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি শূকর চাষ হওয়ায় সেখানকার শূকরের ফার্মগুলোতে নতুন প্রযুক্তি আনায় নজর দিয়েছে।
শূকরের ফার্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে কাজ করছে হুয়াওয়ে। রোগ শনাক্ত এবং শূকর চিহ্নিত করতে ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করবে তারা। মুঠোফোনেই শূকরের ওজন, খাবার ও এক্সারসাইজ মনিটর করতে অন্যান্য প্রযুক্তি জুড়ে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মার্কিন মুলুকে ভূরাজনৈতিক উত্তেজনার শিকার হওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই হুয়াওয়ে। ফলে তারা এখন রাজস্বের অন্যান্য উৎস খুঁজছে। ক্লাউড কম্পিউটিং সার্ভিস, স্মার্ট ভেহিকল, ওয়ারঅ্যাবল ডিভাইসের দিকে ঝুঁকছে। এমনকি স্মার্ট কারেরও পরিকল্পনা রয়েছে। এছাড়া গতানুগতিক কিছু শিল্প খাতের দিকেও নজর রয়েছে। সেগুলোর মধ্যেই শূকরের ফার্ম ও কয়লা খনি শিল্প রয়েছে।