গণ বিক্ষোভ ঠেকাতে মিয়ানামারে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। রোববার স্থানীয় সময় রাত ১টা থেকে ইন্টারনেট যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।
মিয়ানমারের টেলিকম অপারেটররা জানিয়েছে, তাদেরকে রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছে।
পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লকের তথ্য অনুযায়ী, এই আদেশ কার্যকর হওয়ার পর ইন্টারনেট ব্যবহারকারী ছিল স্বাভাবিক অবস্থার ১৪ শতাংশ।
মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রু টুইট বার্তায় অভিযোগ করেছেন,দেশটির সামরিক বাহিনী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জেনারেলদের মধ্যে মরিয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং তাদেরকে জবাবদিহির আওয়তায় আনতে হবে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ভোরে অং সান সু চি, উইন মিন্টসহ দলের সিনিয়র নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে রাষ্ট্র ক্ষমতায় আছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ এবং সেনাপ্রধান মিন অং লাইং।