গুগল ইতিমধ্যেই তাদের প্লে মিউজিক সেবাটি বন্ধ করে দিয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ডিসেম্বরে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে প্লে মিউজিকে যেসব ব্যবহারকারীর বিভিন্ন ডেটা রয়েছে সেগুলো ২৪ ফেব্রুয়ারির মধ্যে ইউটিউব মিউজিকে ট্রান্সফার করার সুযোগ দেয়া হয়েছে।
যেসব ব্যবহারকারী নির্ধারিত তারিখের মধ্যে তাদের ডেটা ট্রান্সফার করবেন না তাদের ডেটা মুছে ফেলবে গুগল। ইতিমধ্যে ব্যবহারকারীদের এ বিষয়ে ইমেইল করেছে গুগল।
ব্যবহারকারীরা গুগল প্লে মিউজিকে তাদের মিউজিক লাইব্রেরিসহ আপলোড, ক্রয় করা মিউজিকসহ সবই ট্রান্সফার করে নিতে পারবেন। এছাড়া ডাউনলোড করে রাখা কিংবা ডিলিট করে দেয়ার সুবিধাও দেয়া হচ্ছে ব্যবহারকারীদের। তবে এর কোনোটিই না করলেও ২৪ ফেব্রুয়ারির পরে আর কোনো সুযোগ দেয়া হবে না।
কীভাবে ডেটা ট্রান্সফার করবেন?
ডেটা ট্রান্সফার করতে প্রথমে অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ কিংবা মিউজিক ডট গুগল ডটকম ওয়েবসাইট ভিজিট করে লগইন করতে হবে। সেখানে ট্রান্সফার ফিচারটিতে ক্লিক করলে ইউটিউব মিউজিকে রিডিরেক্ট করবে, যেখানে ট্রান্সফার করা ডেটা থাকবে।
এসব ডেটার মধ্যে প্লে লিস্ট, গান, অ্যালবান, লাইক, আপলোড পারচেজ এবং বিলিং তথ্য থাকবে। এছাড়া ব্যবহারকারী চাইলে তার মিউজিক লাইব্রেরি ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন।
ডিবিটেক/বিএমটি