আগামী ১ মার্চ থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বাজি ধরার অ্যাপ ডাউনলোডের সুযোগ দেবে গুগল। এর ফলে প্লেস্টোর থেকে বিতর্কিত অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন মোট ১৯টি দেশের ব্যবহারকারী।
গুগল জানিয়েছে, শুরুতেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, কলম্বিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, নরওয়ে, রোমানিয়া, স্পেন, সুইডেন, ব্রাজিল, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোডের অনুমতি পাবেন।
এ বিষয়ে গুগলের সাপোর্ট পেজ থেকে বলা হয়েছে, ‘আমরা বাস্তব-অর্থ ভিত্তিক বাজি ধরার অ্যাপ এবং অ্যাড থেকে বাস্তব অর্থ পাওয়া যায় এমন অ্যাপ ডাউনলোডের সুযোগ সৃষ্টি করব। এর মধ্যে দিনভিত্তিক স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপও থাকবে।’
তবে যেসব দেশে বাজি ধরার অনুমতি নেই, সেখানে অ্যাপ প্লেস্টোর থেকে নামানো যাবে না।
প্রসঙ্গত, বাংলাদেশে অনেক আগে থেকেই এ ধরনের অ্যাপ-ওয়েবসাইট নিষিদ্ধ। ২০১৬ সালে ক্রিকেটসহ খেলাধুলাবিষয়ক ১২টি বাজির ওয়েবসাইট দেশে বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব সাইট বন্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।
ওই সময় বিসিবি ও পুলিশের চিঠিতে বলা হয়, অনলাইনে জুয়া খেলায় তরুণ প্রজন্ম ঝুঁকে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে উঠতি তরুণেরা আরও বিপথগামী হতে পারে।
বিসিবির চিঠিতে ১২টি সাইটকে চিহ্নিত করে তা বাংলাদেশে বন্ধের অনুরোধ জানানো হয়। সাইটগুলো হলো বেট ৩৬৫ ডটকম, ৮৮ স্পোর্টস ডটকম, রেবটওয়ে ডটকম, বেটফ্রিড ডটকম, ডাফাবেট ডটকম, বেটফেয়ার ডটকম, ইউনিবেট ডটকম, বেট ভিক্টর ডটকম, নেটবেট ডটকম, টাইটানবেট ডটকম, উইনার ডটকম ও পেডি পাওয়ার ডটকম।