সোমবার সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা দখলের পর, মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সম্পর্কযুক্ত টিভি স্টেশনের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে ফেসবুক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২০ সালের প্রথম দিক থেকে পেজটি সক্রিয় ছিলো।
প্রায় এক বছরে পেজটিতে দেশটির সেনাবাহিনীর সাফাই গেয়ে তৈরি করা বিভিন্ন কনটেন্ট প্রচার করে আসছে এবং পেজটিতে ৩৩ হাজারের অধিক লোক যুক্ত হয়েছে। ফেসবুকের নজরে আসার পর অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে।
২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সর্বপ্রথম মিয়ানমার সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তার অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেয়, যার মধ্যে সোমবারের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সেনাবাহিনী প্রধানও ছিলেন।
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমারের রাজনৈতিক বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ভুয়া তথ্য ও কনটেন্ট ছড়িয়ে যাতে বাড়তি উত্তেজনাকর পরিবেশ তৈরি না হয় সে বিষয়ে কাজ করছে ফেসবুক। গত নভেম্বরের নির্বাচনকে প্রভাবিত করার জন্য যেসব পোস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি