করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন বিশেষজ্ঞদের একটি দল রোববার (৩১ জানুয়ারি) উহানের হুয়ানান সামুদ্রিক খাবারের বাজার পরিদর্শনে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বের এই সংস্থাটি।
এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শেষ হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন বিশেষজ্ঞদের দুই সপ্তাহের পৃথকীকরণের পরে, দলটি উহানের ল্যাবরেটরি, বাজার ও হাসপাতাল পরিদর্শন করবে বলে আশা করা হচ্ছে।
তবে এখনও সঠিক কোনও যাত্রাপথ ঠিক করা হয়নি। ডব্লিউএইচও জানিয়েছে বিশেষজ্ঞ দলটি হুয়ানানের বাজার এবং উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি দেখার পরিকল্পনা করেছে।
সূত্রমতে, করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই দলে থাকছেন ১০ জন বিজ্ঞানী।