নতুন প্রাইভেসি পলিসি ইস্যুতে বেকায়দায় হোয়াটসঅ্যাপ। অনেকেই টেলিগ্রাম, সিগন্যালসহ বিকল্প অ্যাপে চলে যাচ্ছেন। হোয়াটসঅ্যাপ ইস্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে টেলিগ্রাম। ইতিমধ্যেই প্রত্যাশাতীত গ্রাহক পেয়েছে প্লাটফর্মটি।
নতুন গ্রাহক টানতে ও ধরে রাখতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে টেলিগ্রাম। এই প্লাটফর্মে এসেও যাতে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি দেখতে পারেন তার জন্য নতুন টুল যুক্ত করা হয়েছে।
ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে, টেলিগ্রামের আইওএস সংস্করণে নতুন ইমপোর্ট টুল দেখা গেছে। এই টুলের মাধ্যমে হোয়াটসঅ্যাপসহ লাইন, ক্যাকাওটকসহ বিভিন্ন মেসেজিং অ্যাপের চ্যাট হিস্টোরি ইমপোর্ট করা যাবে।
ব্যবহারকারী চাইলে মিডিয়া ফাইলও ইমপোর্ট করতে পারবেন। যেকোনো কনভার্টেড মেসেজকে ‘ইমপোর্টেড’ লেবেলে দেখানো হবে।
টেলিগ্রাম জানিয়েছে, আইওএসের পাশাপাশি শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরও সুবিধাটি পাবেন।
ডিবিটেক/বিএমটি