ইউরোপিয়ান কমিশনের থেকে সবুজ সংকেত পাওয়ার পর চলতি মাসের প্রথমদিকে ফিটবিট অধিগ্রহণ সম্পন্ন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বুধবার থেকে গুগল স্টোরে ফিটবিট ওয়্যারেবলের প্রচারণাও শুরু হয়েছে। আপাতভাবে প্রচারণা থাকলেও ঐ স্টোর থেকে কেনার সুযোগ পাচ্ছেন না আগ্রহীরা।
বরং, এক্সপ্লোর বাটনে ক্লিক করলে ভিজিটরদের ফিটবিটের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ফিটবিট পণ্য কিনতে পারছেন আগ্রহীরা। তবে হয়তোবা নেস্ট হার্ডওয়্যারের মতো আগামীতে গুগল স্টোর থেকে ফিটবিট পণ্য কেনা যাবে।
গুগল ইতিমধ্যেই ফিটবিট ওয়্যারেবলের ডেটা গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে ইন্টিগ্রেশন শুরু করেছে। গত নভেম্বর থেকে স্লিপ স্ক্রিণ শুরু হলেও বর্তমানে সেটি ওয়েলনেস স্ক্রিণের সাথে পাল্টে যাবে। থাকবে স্মার্ট ডিসপ্লেতে ঘুম, অনুশীলন, নিউট্রিশনসহ সাধারণ স্বাস্থ্যগত ডেটা প্রদর্শন।
ডিবিটেক/বিএমটি