স্যামসাং সাম্রাজ্যের যুবরাজ খ্যাত জেই ওয়াই লি’কে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার হাই কোর্ট। ঘুষ-দুর্নীতি মামলায় এই রায় দেয়া হয়েছে।
একই মামলায় এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই কেও কারাগারে পাঠানো হয়েছে।
রায়ে স্যামসাংয়ের ওপর লি’র নিয়ন্ত্রণ এবং স্যামাসাং ইলেকট্রনিক্সের ভবিষ্যত বিষয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
রায়ের খবর প্রকাশের পর স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার মূল্য ৪ শতাংশ পড়ে গেছে।
২০১৪ সাল থেকেই জেই ওয়াই লি কার্যত স্যামসাংয়ের ওপর কর্তৃত্ব চালিয়ে আসছিলেন এবং তাকে বিবেচনা করা হচ্ছিল প্রতিষ্ঠানটির ভবিষ্যত প্রধান হিসেবে। তবে ২০১৭ সালের অগাস্টে লিকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। ছয় মাস পর সাজা অর্ধেক করে লি’র কারাদণ্ড বাতিল করে সিউল হাই কোর্ট। এতে সে সময় মুক্তি পেয়েছিলেন স্যামসাং উত্তরাধিকারি।