করোনার থাবায় ডিজনিল্যান্ডের পর এবার ঝুলে রইলো ‘সুপার নিনটেনডো ওয়ার্ল্ড’ থিম পার্ক উদ্বোধন। অনিশ্চিতায় পড়লো নিনটেনডোর প্রথম থিম পার্কের উন্মোচন।
আগামী ৪ ফ্রেব্রুয়ারি উদ্বোধন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জাপান৷ টোকিও ছাড়াও জনপ্রিয় মারিও গেমের বিভিন্ন লেভেলের আদলে নকশা করা এই থিম পার্কটির অবস্থানস্থল ওসাকাতেও জারি করা হয়েছে এই জরুরী অবস্থা৷
মূলত মহামারীর কারণে গত বছরের মাঝামাঝি সময় থেকেই বিলম্বিত হয়ে আসছে ইউনিভার্সাল স্টুডিওজ এর নিনটেনডোর থিম পার্কটির পথ চলা৷
ডিসেম্বরে থিম পার্কটির একটি ভিডিও শেয়ার করেছে নিনটেনডো৷ ভিডিওতে মারিও নির্মাতা শিগেরু মিয়ামোতো, জেলডা এবং ডংকি কং ছাড়াও আরও অনেককে দেখা গেছে৷