ফেসবুক, টুইটারের পর ইউটিউবেও নিষিদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প। কমপক্ষে এক সপ্তাহ নিজের চ্যানেল থেকে ভিডিও আপলোড ও লাইভ স্ট্রিমিং করতে পারবেন না ট্রাম্প।
গুগলের মালিকানাধীন ইউটিউব জানিয়েছে, চ্যানেলটি একটি স্ট্রাইক খাওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিষিদ্ধের সময় বাড়তে পারে।
বন্ধ হওয়ার আগে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন, যার মধ্যে কয়েকটি এখনো অনলাইনে রয়ে গেছে।
অবশ্য ইউটিউবের একজন মুখপাত্র সিএনএন বিজনেসকে জানিয়েছেন, ট্রাম্পের চ্যানেলর একটি ভিডিও সহিংসতা উসকে দিয়েছে। ভিডিওটির বিস্তারিত না জানিয়ে ইউটিউব বলছে, ইতিমধ্যে সেটি সরানো হয়েছে।
এ বিষয়ে বিবৃতিতে ইউটিউব বলেছে, ‘আমরা খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও উসকানিমূলক ছিল। সে কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাত দিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। এই মেয়াদ আরও বাড়তে পারে।’