গতবছর গুগল নিজেদের ফোন অ্যাপে নতুন কল রেকর্ডিং সুবিধা চালু করে। তবে এটি শুধুমাত্র পিক্সেল ডিভাইস এবং নোকিয়া ও শাওমির কিছু নির্ধারিত ফোনে কাজ করে।
যখন কোনো কল চলমান থাকে তখন ব্যবহারকারী কল স্ক্রিণে একটি রেকর্ডিং বাটন দেখতে পান, তখন একটি ভয়েসের মাধ্যমে কলটি রেকর্ডের বিষয়ে উভয় পাশের ব্যবহারকারীকে জানানো হয়।
গুগলের এই ফোন অ্যাপের ৫৯ সংস্করণের এপিকে কোড উন্মোচন করেছে এক্সডিএ-ডেভেলপার। তারা জানিয়েছে, নতুন সংস্করণে রেকডিং ফিচারটির আপডেট আনা হয়েছে। এই ফিচারের মাধ্যমে এখন থেকে কনট্যাক্ট লিস্টে না থাকা বা অপরিচিত কলকেও রেকর্ড করতে পারবে।
তবে উভয় পক্ষকেই এ বিষয়ে সম্মতি দিতে হবে। ফোন অ্যাপের রেকর্ডিংকে নিরাপদ দাবি করেছে গুগল। রেকর্ডিং শুধুমাত্র যিনি রেকর্ড করছেন তার ফোনেই থাকবে বলে নিশ্চিত করেছে গুগল। যদিও নতুন এই ফিচার নিয়ে গুগলের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
ডিবিটেক/বিএমটি
Interesting blog! Is your theme custom made or did you download it from somewhere?
A design like yours with a few simple adjustements would really make my blog stand out.
Please let me know where you got your design. Thanks a
lot