“আপত্তিকর কনটেন্ট” অপসারণে ব্যর্থতার কারণে প্লে স্টোর থেকে “বাক স্বাধীনতা” সামাজিক নেটওয়ার্ক পার্লারকে স্থগিত করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। অ্যাপল কর্তপক্ষও সতর্ক করেছে।
পার্লার অবশ্য এসব কন্টেটেন্টের বিষয়ে নিজেকে “নিরপেক্ষ” সোশ্যাল মিডিয়া হিসেবে বর্ণনা করেছে। এর ফলে টুইটার থেকে নিষিদ্ধ ব্যক্তিদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
কিন্তু গুগল বলেছে, অ্যাপটি সহিংসতা উস্কে দেওয়া পোস্ট অপসারণ করতে ব্যর্থ হয়েছে।
অ্যাপল পার্লারকে সতর্ক করেছে যে যদি এটি তার কনটেন্ট-মডারেশনের প্রয়োজনীয়তা মেনে না চলে তাহলে তারা অ্যাপটি কে অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলবে।
পার্লার সম্পর্কে অ্যাপটির প্রধান নির্বাহী জন মাতজে বলেন: “আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোম্পানি এবং স্বৈরশাসকদের জন্য কোনো গুহা তৈরি করবো না, যারা বাক স্বাধীনতা ঘৃণা করে!