দুই যুগ জনপ্রিয়তা ধরে রেখে শেষ হলো অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার যুগ। আগামী ১২ জানুয়ারি থেকে কাজ করা বন্ধ করে দেবে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার। ভিডিও ও অ্যানিমেশনে আর কোনো কাজ করবে না।
অ্যানিমেশন, ভিডিও এবং গেমের জন্য একসময় ফ্ল্যাশ প্লেয়ারটি ছিল অ্যানিমেশন থেকে বেশি কিছু। এটি ওয়েবসাইটগুলোকে (যেমন, ইউটিউব) উচ্চমানের ভিডিও স্ট্রিমিংয়ে সহায়তা করতো। তবে স্মার্টফোনের যুগে নিজেকে খাপ খাওয়াতে না পেরে চিরতরে বিদায় নিল অ্যাপ্লিকেশনটি।
১৯৯৬ সালে প্লাগ ইনটি বানিয়েছিল গ্রাফিকস, মাল্টিমিডিয়া ও ওয়েব ডেভেলপার কোম্পানি ম্যাক্রোমিডিয়া। ২০০৯ সালে বিশ্বজুড়ে ইন্টারনেট সংযুক্ত ডেস্কটপের ৯৯ শতাংশেই ইনস্টল করা হয়েছিল অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার। কিন্তু বিশ্ব এখন মোবাইল ডিভাইসের দিকে ঝুঁকে যাওয়ায় প্লাগ ইনটি আগের চেয়ে ধীরগতির হয়ে পড়ে।