ঘরবন্দী মানুষকে সেবা দিয়ে নতুন রেকর্ড গড়েছে আমাজন। এবারের ছুটির মৌসুমে শত শত কোটি পণ্য সরবরাহ করেছে এই অনলাইন রিটেইল জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, শুধু যুক্তরাষ্ট্রের ছোট এবং মাঝারি ব্যবসার প্রায় একশ’ কোটি পণ্য বিক্রি হয়েছে অ্যামাজন মারফত। আর বৈশ্বিক বাজারে শত শত কোটি পণ্য সরবরাহ করেছে। অন্তত দেড়শ’ কোটি খেলনা, গৃহস্থালী পণ্য, বিদ্যুতচালিত পণ্য এবং সৌন্দর্য ও ব্যক্তিগত যত্ন পণ্য বিক্রি হয়েছে এই মাধ্যমে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু ব্যবসায় বা মুনাফা করেনি আমাজন। কর্মীদের সুরক্ষা সহায়তায় ও ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।
বলা হচ্ছে, ২০১৯ সালের তুলনায় এবারের ছুটির মৌসুমে তৃতীয় পক্ষীয় ব্যবসায় বিশ্বব্যাপী বিক্রি বেড়েছে ৫০ শতাংশ।