ক্রিসমাসে যারা নতুন অ্যাপল ডিভাইস কিনেছেন তাদেরকে অভিনন্দন, তবে অন্যান্য অ্যাপল ব্যবহারকারীদের মতো আইক্লাইডে সেটিং আপ ও সাইন-ইনের ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন।
এ বিষয়ে অ্যাপল ইনসাইডারে প্রথম প্রকাশিত সংবাদে বলা হয়, কিছু ব্যবহারকারী আইক্লাউডে লগইন ও সাইনআপ করতে পারছেন না। অ্যাপল সিস্টেম স্ট্যাটাস পেজেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
একাধিক ডিভাইসের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিয়েছে। তবে এতে আইক্লাইডের অন্য অংশ কিংবা অ্যাপলের অন্য কোনো সেবায় প্রভাব পড়েছে কিনা সেটি সিস্টেম স্ট্যাটাস পেজ থেকে জানা যায়নি।
অ্যাপল সাপোর্ট থেকে গত শুক্রবার এই টুইটের উত্তরে বলা হয়, বর্তমানে অ্যাপল সেবায় অনেক চাপ পড়ছে। যার ফলে আইক্লাইড সেটআপে কিছু প্রভাব পড়ছে। কয়েক ঘন্টা পর আবার চেষ্টা করতে জানানো হয় সেই টুইটে।
এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
ডিবিটেক/বিএমটি