কোনো কোড লেখা ছাড়াই ক্লাউড অ্যাপশিট প্ল্যাটফর্মে কাস্টমাইজড অ্যাপ্লিকেশন বানানোর সুযোগ দিচ্ছে গুগল৷ ভৌগলিক অবস্থান এবং গুগল ম্যাপস দিয়ে প্ল্যাটফর্মটির মাধ্যমে যে কেউ পাঁচ মিনিটে মোবাইল অ্যাপ বানাতে পারবেন বলে দাবি টেক জায়ান্টের৷
অ্যাপশিটে বানানো যবে অটোমেশন অ্যাপও। আর কাস্টমাইজেশনের একদম গভীরে ঢোকার আগে পরীক্ষা এবং যাচাইয়ের জন্য এই প্লাটফর্মে থাকছে ওয়ার্কফ্লো ফাংশন।
গুগল ব্লগ পোস্টের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে প্রযুক্তি সাইট দ্য ভার্জ। ওই ব্লগ পোস্টে বলা হয়েছে- অ্যাপশিট অ্যাপ্লিকেশনে গুগল ম্যাপস বসিয়ে কয়েক মিনিটেই সাধারণ একটি ভৌগলিক অবস্থানের অ্যাপ বানাতে পারবেন ব্যবহারকারী।