আলীবাবা গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন। ব্যবসায় একচেটিয়া আধিপত্য বিস্তারের নীতি নিয়ে এই তদন্ত হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটি নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে তথাকথিত “দুটি থেকে একটি বেছে নিন” অনুশীলন সম্পর্কে ই-কমার্স জায়ান্টকে সতর্ক করা হয়েছিলে। অফারটির অধীনে ব্যবসায়ীদেরকে এমন একটি চুক্তি স্বাক্ষর করতে হতো যার ফলে তারা প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে পণ্য সরবরাহ করতে পারতেন না।
বিষয়টি খতিয়ে দেখতে নিবিঢ় তদন্ত শুরু করা হয়েছে বলে এক অনলাইন বিবৃতিতে জানিয়েছে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর)।
এদিকে পিপলস ব্যাংক অফ চায়না জানিয়েছে, তদন্তের জন্য আগামীতে আলিবাবার অ্যান্ট গ্রুপেও হানা দেবে আর্থিক নিয়ন্ত্রক সংস্থা।
অনলাইন ওই বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক তত্ত্বাবধান, ন্যায্য প্রতিযোগিতা বাস্তবায়ন এবং ভোক্তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য অ্যান্ট গ্রুপকে দিক নির্দেশন দেয়া হবে।
নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নোটিশ পাওয়ার কথা স্বীকার করে অ্যান্ট গ্রুপ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং নিয়ন্ত্রক সংস্থার সকল বিধি কঠোর ভাবে প্রতিপালনে পূর্ণ প্রচেষ্টা চালাবে।
মূলতঃ বছরের প্রথমার্ধে অ্যান্টের মোট রাজস্বের প্রায় ৪০ শতাংশ এসেছে লোভনীয় ঋণ ব্যবসা থেকে। আর এর মাধ্যমে গ্রুটির সাম্রাজ্য হঠাৎ করেই ফুলে ফেঁপে ওঠায় অস্বস্তিতে ফেলেছে নিয়ন্ত্রক সংস্থাকে।