অবশেষে টিকটক শোবার ঘরে জায়গা করে নিচ্ছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটি স্যামসাং স্মার্ট টেলিভিশনে আসছে। সোমবার থেকে ইউরোপের ব্যবহারকারীরা এই সুবিধাটি পেতে শুরু করেছেন। খবর সিনেট।
বিজনেস ইনসাইডারে বলা হয়েছে, ২০১৮ কিংবা এর পরের যেকোনো স্যামসাং স্মার্ট টেলিভিশনের জন্য টিকটক অ্যাপ উন্মোচন করা হয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাজ্যের উক্ত টেলিভিশন মালিকরা প্রথমে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, টিকটকের টেলিভিশন সংস্করণটি বিশেষভাবে স্যামসাংয়ের টেলিভিশনের জন্য ডেভেলপ করা হয়েছে। টেলিভিশনের দেখার উপযোগি করে সাজানো হয়েছে জনপ্রিয় অ্যাপটির ফর ইউ ও ফলোয়িং ফিড।
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি আরও জানিয়েছে, মোট ১২টি ক্যাটাগরিতে টিকটকের কনটেন্ট সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে প্রাণী, খাবার, গেমিং ইত্যাদি।
তবে অ্যাপটি ব্যবহার করতে কোনো টিকটক অ্যাকাউন্টের প্রয়োজন নেই। আগামীতে নতুন টেলিভিশনটি অ্যাপটি পূর্ব থেকেই ইনস্টল করা থাকবে।
ডিবিটেক/বিএমটি