মধ্যপ্রাচ্যে ফাইভজি ট্রায়ালে সাফল্যের মুখ দেখছে ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত প্রতিষ্ঠান নোকিয়া।
স্থানীয় সময় বুধবার (৯ ডিসেম্বর) নোকিয়া জানিয়েছে, তারা সৌদি আরবের টেলিকম প্রতিষ্ঠান যাইনের সঙ্গে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভজি ট্রায়াল চালাতে সক্ষম হয়েছে। এসময় প্রতি সেকেন্ডে গতি ওঠে ১.৯ গিগাবিট।
এ বিষয়ে নোকিয়ার মোবাইল নেটওয়ার্কের প্রেসিডেন্ট টমমি উইত্তো জানান, জেদ্দায় যাইনের সঙ্গে ইনডোরে ফাইভজির ট্রায়াল চালিয়ে তারা আনন্দিত। ফাইভজির ক্ষেত্রে ইনডোর কাভারেজ একটি বড় বিষয়। বিশেষ করে হাই প্রোফাইলের ভেন্যু বা স্থানগুলোতে।
এদিকে যাইন কর্তৃপক্ষও ফাইভজি নিয়ে আশার আলো দেখছে। তাদের মতে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আফ্রিকায় ফাইভজির ক্ষেত্রে নেতৃত্ব দেবে যাইন।
ডিজিটেক/আইএইচ