কয়েক বছর আগে থেকেই জরুরী মুহুর্ত যেমন হারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্থদের, কোভিড-১৯ এর সঙ্গে সম্পৃক্ত সেবাদানকারীদের এয়ারবিএনবি প্লাটফর্মের মাধ্যমে অনেক বাড়ি মালিক তাদের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। এবার বিষয়টিকে আরও প্রক্রিয়ার মধ্যে আনছে এয়ারবিএনবি।
অলাভজনক সেবা দিতে এয়ারবিএনবি ডট অর্গ নামের নতুন প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছে অনলাইনে বাসা খোঁজা ও স্বল্পকালীন বাসা ভাড়া সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে জরুরী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের আশ্রয় প্রদান করা হবে।
এক বিবৃতিতে এয়ারবিএনবি জানিয়েছে, নতুন অলাভজনক সেবায় গৃহহীন হয়ে পড়া, সেচ্ছাসেবক, উদ্বাস্তু, শরণার্থী এবং সাম্প্রতিক কোভিড-১৯ মহামারিতে সম্মুখভাগের সেবাদানকারীদের জরুরী সহায়তা প্রদান করা হবে। এ ধরণের কারণে নিজেদের বাড়ি উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়ে এক লাখেরও অধিক হোস্ট বা বাড়ির মালিক।
ডিবিটেক/বিএমটি