অনলাইনে ফাঁস হয়েছে ব্রাজিলের সরকার প্রধান, গভর্নর ও সাত মন্ত্রীসহ লাখো কোভিড-১৯ রোগীদের ব্যক্তিগত ডেটা। পরে সে ডেটা সুরক্ষিত করেছে ব্রাজিল সরকার।
ব্রাজিলের সংবাদপত্র এস্তাদাও এর বরাত দিয়ে জেডনেট জানিয়েছে, সাও পাওলো হাসপাতালের একজন কর্মী গিটহাবে দুটি সরকারী ডাটাবেসের জন্য লগ-ইন বিবরণ সহ একটি স্প্রেডশীট আপলোড করেন। এতে লক্ষ লক্ষ কোভিড-১৯ রোগীর ব্যক্তিগত তথ্য অরক্ষিত হয়ে যায়।
‘ই-এসইউএস-ভিই’ এবং ‘সিভেপ-গ্রাইপ’ নামের ডেটা সেট দুটিতে রোগীদের নাম, ঠিকানা, পরিচয় এবং চিকিৎসার বিস্তারিত বিবরণ ছিল। মাঝারি ও মারাত্মক দুই ধরনের রোগীরই তথ্যই দেখা গেছে স্প্রেডশিটের ওই ডেটাবেজে। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারো’র তথ্যও ছিল ডেটাবেজটিতে। ডেটা ফাঁসের হাত থেকে রেহাই পায়নি তার পরিবার, গভর্নর এবং সাত মন্ত্রীও।
পরে কর্মকর্তারা স্প্রেডশিটের লগ-ইন বিস্তারিত বদলে দিয়ে ডেটা সুরক্ষিত করেন। ডেটা সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত কতজন অননুমোদিতভাবে ওই ডেটা দেখার সুযোগ পেয়েছেন, তা এখনও জানা যায়নি।