মানুষ যে পরিস্থিতে ‘হ্যালো’ বলে, বিড়ালরাও অধিকাংশ সময় তেমন করে ‘ম্যাও’ ডাকে। এই ডাকেও রয়েছে অপার রহস্য। সেই রহস্যের গভীরতা তলিয়ে দেখতেই একটি অ্যাপ তৈরি করেছেন আমাজনের সাবেক এক অ্যালেক্সা ইঞ্জিনিয়ার।
বিড়ালের ‘ম্যাও’ ডাক অনুবাদ করতেই এই অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাপ ডেভেলপার আকভেলনের গ্রুপ টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার জেভিয়ার সানচেজ।
তিনি বিবিসি-কে জানিয়েছে, মিউটক (MeowTalk) নামের এই অ্যাপ ম্যাও ডাক রেকর্ড করে তার অর্থ বোঝার চেষ্টা করবে। কোনো বিড়ালের মালিক তার পোষ্যটির ডাকের অর্থ বোঝাতে নিজের মতো করে ডেটাবেজ তৈরি করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার সেই ডেটাবেজ সংরক্ষণ করে রাখবে। রাখবে। স্বতন্ত্র কোনো ডেটাবেজ তৈরির চেয়ে অ্যাপের অনুবাদ বিড়াল ভেদে ভিন্ন হবে। এক্ষেত্রে মালিক নিজের মতো করে প্রোফাইল তৈরি করে নিতে পারবেন।
অ্যাপটির শব্দভান্ডারে এখন ১৩টি বাক্যাংশ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘‘ফিড মি’’, ‘‘আ’ম হাংরি’’ এবং ‘লিভ মি অ্যালন’’।