ফেসবুকের শীর্ষ পদ তাদেরই দেয়া হয় যাদের সরকারি অথবা রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ ভালো। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুকের সাবেক এক কর্মী।
ফেসবুক সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে দিল্লি বিধানসভার ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটি যে শুনানি শুরু করেছে সেখানেই এমন বক্তব্য দিয়েছে মার্ক লাকি নামের ফেসবুকের সাবেক ওই কর্মী।
তিনি বলেছেন, ‘ফেসবুক নিজের সাফ ইমেজ বজায় রাখতে সব সময় বিশ্বকে দেখাতে যায়, তাদের ওপরে কোনো রাজনৈতিক প্রভাব নেই। কিন্তু বাস্তবে যতটা দাবি করা হয় ব্যাপারটা তা নয়।’
ফেসবুকের নানা কনটেন্ট নিয়ে বহু অভিযোগ উঠেছে। সেই বিষয়েই তদন্ত শুরু করেছে ‘পিস অ্যান্ড হারমনি’ কমিটি। এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক ও ডিজিটাল অধিকার কর্মীরাও।
কমিটির বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্মী ফেসবুকের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। মারাত্মক সত্য উদঘাটন করেছেন তিনি। যার ফলে সারা পৃথিবীতে ও আঞ্চলিকভাবে ফেসবুকের সাংগঠনিক কাঠামোর বিষয়টি পরিষ্কার হয়েছে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিষয়ে আপস করার কথাও ওই কর্মীর কথা উল্লেখ রয়েছে বলে দাবি করে কমিটি।
ভার্চুয়াল ওই জবানবন্দিতে ফেসবুকের ওই কর্মী দাবি করেন, কমিউনিটি স্ট্যান্ডার্ডের অপব্যবহার ও নিষ্ক্রিয়তার বিষয়টি ফেসবুকের এক্সিকিউটিভ কমিটি ভালো করেই জানে। এমনকি বিষয়টি অজানা নয় খোদ মার্ক জাকারবার্গেরও।