প্রায় বছরখানেক ধরে শোনা যাচ্ছে অ্যাপল তাদের আইপ্যাড প্রো পরিবর্তন করতে যাচ্ছ। তবে এবার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। কোরিয়ান সংবাদ মাধ্যম ইটি নিউজ জানিয়েছে, ২০২১ সালের প্রথম প্রান্তিকে উন্মোচিত হতে পারে মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তির প্রথম আইপ্যাড প্রো। খবর ৯টু৫ম্যাক।
তবে মিনি এলইডি হলো এলইডি স্ক্রিণে ব্যবহৃত ব্যাকলাইটিংয়ের নতুন রূপ। এটি ওএলইডির অনেকগুলো সুবিধা প্রদান করে, তবে এটি সেটির চেয়েও অধিক ব্রাইটনেস, ব্যাটারি সাশ্রয়ীসহ নানাবিধ সুবিধা প্রদান করে।
ইটি নিউজ জানিয়েছে, এলজি ডিসপ্লে অ্যাপলকে এই মিনি এলইডি ডিসপ্লে সরবরাহ করবে। ২০২১ সালের প্রথম থেকেই আইপ্যাড লাইনআপে সক্রিয়ভাবে এই ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল। পরবর্তীতে ম্যাকবুক ও আইম্যাকেও এই ডিসপ্লে আনা হবে।
ডিবিটেক/বিএমটি