বেশ আগে থেকেই শোনা যাচ্ছিলো গুগল মিটে কাস্টম ব্যাকগ্রাউন্ড সুবিধা আসছে, তবে প্রতীক্ষা শেষে এবার ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। খবর এনগ্যাজেট।
গুগল মিটের অধিকাংশ ব্যবহারকারী ইতিমধ্যে ফিচারটি পেতে শুরু করেছেন। ক্রোম ওএস, উইন্ডোজ এবং ম্যাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে গুগল মিট ব্যবহার করলে কাস্টম ব্যাকগ্রাউন্ড সুবিধা পাওয়া যাচ্ছে। এজন্য আলাদা কোনো এক্সটেনশন বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই।
তবে ফিচারটি মোবাইলে ব্যবহার করতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ, গুগল বলেছে শিগগিরই মোবাইলে ফিচারটি আসছে।
কাস্টম ব্যাকগ্রাউন্ড সুবিধায় ব্যবহারকারী চাইলে গুগলের ইমেজ লাইব্রেরি থেকে কিংবা নিজে কোনো ছবি আপলোড করে সেটি ব্যবহার করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি