অবশেষে ক্রোম অপারেটিং সিস্টেমে এলো ডার্ক মোড সুবিধা। যদিও এখন এটি পরীক্ষামূলক ক্যানারি চ্যানেলে রয়েছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল। খবর দ্য ভার্জ।
কানারি হলো গুগলের ক্রোম ওএসের ব্লেডিং এজ পাথ, যার মাধ্যমে কোনো ফিচার বিশাল পরিসরে পরীক্ষার আগে প্রতিদিনের আপডেট পাওয়া যায়। ক্রোমবুককে বিশেষ ডেভেলপার মোডে সুইচ করার মাধ্যমে এতে অ্যাক্সেস করা যায়।
তবে এটি ক্রোম ওএসের ডেভেলপার চ্যানেল নয়, এটি স্ট্যাবলও নয় বলে সতর্ক করেছে গুগল। তবে এই মুহুর্তে ক্রোমবুকে ডার্ক মোড চালু করতে হলে ব্যবহারকারীকে কানারি চ্যানেল ইনস্টল করতে হবে।
অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, ডার্ক মোডে কিছু ত্রুটি রয়েছে। এটি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয় পুরো ইউআইতে প্রয়োগ হয়।
গুগল গত কয়েক মাস আগেই তাদের জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ফিট এবং এর মোবাইল অ্যাপে ডার্ক মোড চালু করেছে। এছাড়া গতবছর থেকেই আইওএস এবং অ্যান্ড্রয়েডে ডার্ক মোড সমর্থন শুরু হয়েছে।
ডিবিটেক/বিএমটি