সিইএস ২০২০ এ উন্মোচিত হয় শর্ট-ফর্ম ভিডিও স্ট্রিমিং সেবা কিউবি। তবে কয়েকমাস যেতে না যেতেই স্টার্টআপটি বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য ইনফরমেশনে প্রকাশিত আলাদা রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। খবর এনগ্যাজেট।
ওয়াল স্ট্রিট জার্নালে জানানো হয়, গত মঙ্গলবার কিউবি সহ-প্রতিষ্ঠাতা জেফরে কাটজেনবার্গ স্টার্টআপটির বিনিয়োগকারীদের সাথে প্লাটফর্মটি বন্ধ করে দেয়ার পরিকল্পনা তুলে ধরেন। সাম্প্রতিক সপ্তাহে এ বিষয়ে পরামর্শের জন্য একটি রিস্ট্রাকচার প্রতিষ্ঠানকে নিযুক্ত করেছে।
নিযুক্ত প্রতিষ্ঠানটি চলতি সপ্তাজে কিউবির পরিচালনা পর্ষদের সামনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে একটি প্রস্তাবনা হলো স্টার্টআপটির কার্যক্রম বন্ধ করে দেয়া। অনেক চেষ্টা করেও ব্যবসায়টিকে বিক্রির জন্য কোনো ক্রেতা খুঁজে না পাওয়ায় পরামর্শের জন্য প্রতিষ্ঠানটিকে নিযুক্ত করা হয়।
দুই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের আগে এটা পরিস্কার ছিলো যে কিউবি টিকে থাকার লড়াই করে যাচ্ছে। গত আগস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্লাটফর্মটির সাবস্ক্রিপশন ফি হ্রাস করে। এছাড়া দুই দেশে ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগও দিয়েছে প্লাটফর্মটি।
ডিবিটেক/বিএমটি