গত বছর ডেভেলপার সম্মেলনে (আইও) ‘ড্রাইভিং মোড’ ফিচারটির সঙ্গে পরিচয় করিয়েছিলো গুগল। তবে দেরিতে হলেও আলোর মুখ দেখতে যাচ্ছে ফিচারটি।
এক্সডিএ-ডেভেলপাররা জানিয়েছে, পরীক্ষামূলকভাবে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোডটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আংশিকভাবে দেওয়া আছে। তবে এর ইন্টারফেসটি আগের তুলনায় কিছুটা পরিবর্তিত থাকবে। গুগল পিক্সেল ৪, এলজি ভেলভেট এবং আসুস জেনফোন ৭ প্রো-এর মতো ডিভাইসে এক্সডিএ দিয়েও ফিচারটি দেখা যাচ্ছে।
যদিও গুগল ড্রাইভিং মোড পরীক্ষা করা হচ্ছে নাকি শীঘ্রই সব ডিভাইসের জন্য চালু করা হবে সে বিষয়টি এখনো পরিস্কার নয়।
অবশ্য স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অটো অ্যাপের জন্য ফিচারটি প্রতিস্থাপন হতে যাচ্ছে বলেও মনে হচ্ছে।
বলা হচ্ছে, ড্রাইভিং মোড ব্যবহারকারীদের ভয়েস-ফরওয়ার্ড ড্যাশবোর্ডে সরাসরি অ্যাক্সেস পেতে সাহায্য করবে। আর ফিচারটি গুগল ম্যাপস বা সার্চ অ্যাপের নির্দিষ্ট কোনও সংস্করণের সঙ্গে সংযুক্ত নয়। এটি বিভিন্ন ডিভাইসে কাজ করবে। তবে সেটা হয়তো নির্ভর করবে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ওপরে।
ফিচারটি চালুর বিষয় অবশ্য এখনো নিশ্চিত করেনি গুগল। গুগলের একজন মুখপাত্র দ্যা ভার্জকে বলেছেন, ফিচারটিকে আরও সহায়ক করার উপায় নিয়ে তারা ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করছেন।