জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্থান। ফলে ১০ দিন পর দেশটিতে পুনরায় চালু হচ্ছে চীনের অ্যাপটি। খবর এনগ্যাজেট।
অশোভন ও অনৈতিক কনটেন্ট ছাড়ানো অ্যাকাউন্টগুলো ব্লক করার অঙ্গীকার করেছে টিকটক, এমনটাই জানিয়ে ব্লক তুলে নেয়ার কথা জানিয়েছে পাকিস্থানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। টিকটকের এই উর্ধতন কর্মকর্তা সংস্থাটির সাথে বৈঠকের একদিন পরেই এই ঘোষণা এসেছে।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) এর একজন মুখপাত্র জানান, টিকটক স্থানীয় আইন মেনে অ্যাকাউন্ট যাচাইয়ে সম্মতি দিয়েছে। বর্তমানে দেশটিতে প্রায় দুই কোটি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে টিকটকের।
ডিবিটেক/বিএমটি