চলতি মাসেই ইউরোপের ১০টির অধিক দেশে চীনে তৈরি মডেল ৩ গাড়ি রফতানি শুরু করবে টেসলা। সোমবার ইলন মাস্কের কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে ইলেকট্রিক গাড়ি রফতানিতে চীনকে হাব হিসেবে ব্যবহার করা কোম্পানিগুলোর ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হচ্ছে টেসলা। খবর রয়টার্স।
এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, চীনের সাংহাই কারখানায় টেসলার তৈরি গাড়ি সরবরাহ শুরু হয়। সেখান থেকেই চলতি মাস থেকে জার্মানী, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশে গাড়ি রফতানি করা হবে।
যুক্তরাষ্ট্রের বাইরে সাংহাই কারখানাটি হলো টেসলার প্রথম কোনো কার প্লান্ট, যেটি চলতি বছরে দেড় লাখ গাড়ি তৈরির পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। চলমান ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বাণিজ্য যুদ্ধের মধ্যেও টেসলা চীনের তাদের কার্যক্রম বৃদ্ধি করে যাচ্ছে।
অন্যদিকে, জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ চীনে শেনইয়াংয়ে তাদের জয়েন্ট ভেঞ্চার প্লান্ট থেকে ইলেকট্রিক আইএক্স৩ গাড়ি ইউরোপে রফতানির প্রস্তুতি নিচ্ছে।
মূলত চীন সরকারের পক্ষ থেকে বাণিজ্য সুবিধার কারণে স্মার্ট গাড়ি নির্মাতারা চীনমুখী হচ্ছে। টেসলা তাদের গাড়ি তৈরির পরিমান, চার্জিং ও সেলস নেটওয়ার্ক বৃদ্ধি করবে বলেও জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি